রঙিন ও সাদা কালো ছবির সমন্বয়
কখনও কখনও ইমেজের কোন একটি বিশেষ অংশকে গুরুত্ব দেয়ার জন্য স্পেশাল ইফেক্ট সংযোগ করা হয়। তেমনি আমারা এখন একটি ইমেজের সম্পূর্ণ অংশ সাদা-কালো করে শুধু যে Object কে গুরুত্ব দিতে চাচ্ছি সেটুকু কালার করব। ফ্যাশন ম্যাগাজিন বা বিভিন্ন অ্যাডের বিলবোর্ডে মডেলের ছবিটি সাদা-কালো কিন্তু তার ব্যবহত গহনাগুলি কালার এরকম ছবি প্রায়ই দেখা যায়। আমরা এখন এরকমই একটি প্রজেক্ট (রঙিন ও সাদা কালো ছবির সমন্বয় ) তৈরী করব।
পদক্ষেপ:
১। গহনাসহ যে কোন একটি মেয়ের কালার ইমেজ open করি।
২। মেনু থেকে Image > Adjustment > Auto Levels কমান্ড দিই।
৩। আবারও Image > Adjustment > Auto Contrast কমান্ড দিই।
৪। Image > Adjustment > Auto Color কমান্ড দিই।
৫। মেনু থেকে Image > Image Size কমান্ড দিই। Resolution অংশে 200 Pixels/inch সিলেক্ট করে Ok করি।
৬। Filter > Noise > Dispeckle কমান্ড দিই। ইমেজ আরও Smooth হবে।
৭। ছবিটিকে আরও জীবন্ত করতে Filter > Sharpen > Unsharp Mask কমান্ড দিই। Amount = 15, Radius = 235, করে Ok তে ক্লিক করি।
৮। এবার মেনু থেকে Image >Mode > Grayscale কমান্ড দিই। একটি ডায়ালগ বক্স আসবে, এখানে Ok বাটনে Click করি। ইমেজটি সাদা-কালো হয়ে যাবে।
৯। মেনু থেকে Image >Mode > RGB Color Select করি।
১০। Tool Box থেকে History Brush টুল সিলেক্ট করি।
১১। মেয়েটি গহনা অর্থাৎ গলার হার, কানের দুল, চুরি এবং ঠোটের উপর ড্রাগ করি। দেখা যাবে ড্রাগ করা অংশে কালার ফিরে আসছে।
১২। সাবধানে সম্পূর্ন ছবিটির শুধুমাত্র গহনার উপর ড্রাগ করি। এতে ড্রাগ করা অংশে কালার ফিরে আসবে এবং বাকী অংশ সাদা-কালো থাকবে।
১৩। গহনা ছাড়া অন্য কোন স্থানে কালার ফিরে আসলে Sponge টুল দিয়ে অনাকাঙ্খিত স্থানগুলোর উপর ক্লিক করে ড্রাগ করি।