ক বিভাগ- (নৈর্ব্যক্তিক প্রশ্ন)১ × ১৫ = ১৫
১। সৃজনশীল কর্মকে শর্তসাপেক্ষে কপি করার জন্য উম্মুক্ত করে দেওয়াকে কী বলে?
ক. পাইরেটেড খ. ফেয়ার ইউজ গ. ওপেন সোর্স ফিলসফি ঘ. ওপেন সোর্স সফটওয়্যার
২। বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি?
ক. শিক্ষকের অনুমতি খ. শিক্ষার্থীর সম্মতি গ. প্রতিবেদন তৈরি ঘ. সভাপতির অনুমতি
৩। নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ?
ক. মোবাইল ফোন খ. টেলিভিশন গ. ফসলি জমি ঘ. উপন্যাস
8। ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি নিচের কোনটি?
ক. কোম্পানির লোগো খ. বই গ. বৈজ্ঞানিক উদ্ভাবন ঘ. গান
৫। নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
ক. মজিলা ফায়ারফক্স খ. মাইক্রোসফট ওয়ার্ড গ. এসকিউএল সফটওয়্যার ঘ. গুগল ক্রম
৬। কম্পিউটারে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করলে কী হতে পারে?
ক. ভালো খ. অশালীন গ. অসংযত ঘ. বিভিন্ন রকম বিপদ
৭। তথ্য আদান-প্রদানে কোন মাধ্যমটির ঝুঁকি বেশি?
ক. মুখের ভাষা খ. সংকেত গ. ইশারা ঘ. ইন্টারনেট
৮। মানুষ এবং যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. Capture খ. Captcha গ. Selector ঘ. Selection
৯। নাম, জন্ম তারিখ, বয়স ইত্যাদি কোন ধরনের তথ্য?
ক. জরুরি খ. ডিজিটাল গ. ঝুঁকিপূর্ণ ঘ. ব্যক্তিগত
নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
আদিবা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামটির একটি অ্যালগরিদম তৈরি করল। আরও সহজভাবে সমস্যাটির সমাধানকে বুঝানোর জন্য একটি চার্ট তৈরি করল।
১০। আদিবার তৈরি করা চার্ট-এর নাম কী?
ক. ফ্লোচার্ট খ. পাইচার্ট গ. অ্যালগরিদম ঘ. সূডোকোড
১১। সমস্যা সমাধানের উপায় হলো-
1. অ্যালগরিদম
ii. পাইচার্ট
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। নেটওয়ার্ক কয় প্রকার?
ক. ২ খ. 8 গ. ৬ ঘ. ৮
১৩। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলা হয়?
ক. ট্যারেক্স খ. মডেম গ. নেটওয়ার্ক ঘ. হাইওয়ে
১৪। বৈদ্যুতিক তারে কোন সিগন্যাল পাঠানো হয়?
ক. বৈদ্যুতিক সিগন্যাল খ. ওয়্যারলেস সিগন্যাল
গ. ম্যাগনেটিক সিগন্যাল ঘ. আলোক সিগন্যাল
১৫। নিচের কোনটিকে ডিজিটাল ট্রাফিক পুলিশ বলা হয়?
ক. রেডিও খ. টেলিভিশন গ. রাউটার ঘ. পেনড্রাইভ
১৬। বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা কী বলি?
ক. বুদ্ধিবৃত্তিক সম্পদ খ. বুদ্ধিসহায়ক সম্পদ
গ. আর্থিক সম্পদ ঘ. জাগতিক সম্পদ
১৭। নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ?
ক. জায়গা-জমি খ. টাকা-পয়সা গ. আসবাবপত্র ঘ. কবিতা
১৮। মোনালিসা ছবিটি কী ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক সম্পদ খ. যন্ত্রভিত্তিক সম্পদ
গ. বুদ্ধিবৃত্তিক সম্পদ ঘ. অর্থনৈতিক সম্পদ
■ নিচের অনুচ্ছেদ পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
মাইনুল বিদ্যালয়ের সমস্যা নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের সহযোগীতায় একটি দলগত প্রতিবেদন লিখলো। তাদের লেখা প্রতিবেদনটি শ্রেণি শিক্ষকের নিকট প্রশংসিত হলো।
১৯। মাইনুলের লেখা প্রতিবেদনটি তৈরির প্রথম কাজ কী?
ক. বিদ্যালয় পত্রিকা খ. বৈজ্ঞানিক উদ্ভাবন
গ. অ্যাসাইনমেন্ট ঘ. গবেষণা
২০। তাদের প্রতিবেদনটিতে যুক্ত থাকা উচিত-
i. ছবি
ii. শিরোনাম
iii. লোগো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। কীভাবে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করা উচিত?
ক. নিয়মিতভাবে খ. পরিমিতভাবে গ. কঠোরভাবে ঘ. বেশি সময়ব্যাপী
২২। কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রেডিও প্রযুক্তি খ. মোবাইল প্রযুক্তি গ. ডিজিটাল প্রযুক্তি ঘ. কম্পিউটার
২৩। তথ্য বিশ্লেষণ করতে বিবেচনায় নিতে হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
২৪। কীসের সাহায্যে যেকোনো কাজের উদ্দেশ্য সহজে বুঝা যায়?
ক. অ্যালগরিদম খ. ফ্লোচার্ট গ. প্রোগ্রামিং ঘ. ফাংশন
২৫। পুনরাবৃত্তি নিচের কোনটিকে বলা হয়?
ক. একটি জিনিস একবার করা খ. একাধিক জিনিস একবার করা
গ. একই জিনিস বারবার করা ঘ. ১- ১০ পর্যন্ত গোনা
২৬। ডিজিট বা সংখ্যা আকারে সফল মান উপস্থাপন করতে পারে কোনটি?
ক. টেলিভিশন খ. প্রিন্টার গ. নিউজপেপার ঘ. ডিজিটাল যন্ত্র
২৭। ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানোকে কী বলে?
ক. ই-মেইল খ. ব্লগিং গ. টুইট ঘ. চ্যাটিং
২৮। কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর করে কোনটি?
ক. স্ক্যানার খ. মডেম গ. লাইটপেন ঘ. ওএমআর
২৯। কোনটি অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাঠানো যায়?
ক. এসএমএস খ. ই-মেইল গ. এমএমএস ঘ. ছবি
৩০। ই-মেইল পাঠানোর জন্য কোনটি প্রয়োজন?
ক. ইন্টারনেট খ. ডাকটিকেট গ. কাগজ ঘ. ফ্যাক্স
৩১। রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে-
ক. সার্ভার খ. ই-মেইল গ. মোবাইল ফোন ঘ. কোনোটাই নয়
৩২। নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তাঁর আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে?
ক. উত্তরাধিকার আইন খ. কপিরাইট গ. সাইবার নিরাপত্তা ঘ. পেটেন্ট
আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী ১ জানুয়ারী ২০২৫ থেকে এ লোগোটির ব্যবহার শুরু হবে।
৩৩। আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের সাথে সম্পর্কিত?
ক. সাহিত্য ও শিল্পকর্ম খ. ভৌগোলিক সম্পদ গ. ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি ঘ. বৈজ্ঞানিক আবিষ্কার
৩৪। অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক?
ক. বর্তমানে লোগোটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে
খ. লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে
গ. লোগোটির স্বত্বাধিকারী কসমেটিক কোম্পানি
ঘ. লোগো কখনও বুদ্ধিবৃত্তিক সম্পদ হয় না
৩৫। তথ্য আদান-প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ২ প্রকার গ. গ ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩৬। ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়?
ক. ২০০৯ সালে খ. ২০০৬ সালে গ. ২০১৩ সালে ঘ. ২০১৮ সালে
৩৭। নিচের কোনটি আইপি অ্যাড্রেস?
ক. abc@gmail.com খ. post:uttara, Dist: Dhaka
গ. ১২৩.২১৬.৭.৮৯ ঘ. www.bangladesh.com
৩৮। নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান-প্রদানের মাধ্যম যদি ‘ডাকঘর’ হয়, তবে ডিজিটাল মাধ্যমে হবে-
ক. ই-মেইল খ. কম্পিউটার গ) মোবাইল টাওয়ার ঘ. রাউটার
৩৯। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য?
ক. প্রাতিষ্ঠানিক তথ্য খ. ব্যক্তিগত তথ্য গ. পারিবারিক তথ্য ঘ. কোনোটাই নয়
৪০। কম্পিউটার প্রোগ্রামিং এ তীর চিহ্ন দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. গ্রাফচিত্র খ. স্থিরচিত্র গ. প্রবাহচিত্র ঘ. ভিডিওচিত্র
৪১। কম্পিউটার প্রোগ্রামিংএ ফ্লোচার্ট আরম্ভ করতে কী লিখতে হয়?
ক. হ্যাঁ/না খ. শুরু গ. না ঘ. হ্যাঁ
৪২। ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ঐ তথ্যগুলোকে-
ক. প্রকাশ করতে হয় খ. উন্মুক্ত রাখতে হয়
গ. গোপন রাখতে হয় ঘ. কোনোটিই নয়
৪৩। কোনটি ডিজিটাল মাধ্যম নয়-
ক. মোবাইল ফোন খ. পোস্ট অফিস
গ. অনলাইন পত্রিকা ঘ. ইউটিউব
৪৪। তথ্য আদান-প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম?
ক. মুখের ভাষা বা ইশারা খ. লিখিত ভাষা
গ. মেসেঞ্জার ঘ. সংকেত
৪৫। নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন?
ক. বই খ. লোগো গ. করোনার টিকা ঘ. গান
৪৬ কীভাবে সৃজনশীল কর্মের নকল রোধ করা যায়?
ক. কপিলেফট আইন প্রয়োগ করে
খ. মুক্ত দর্শন প্রতিষ্ঠা করে
গ. কর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স নিয়ে
ঘ. সৃজনী সাধারণ ব্যবস্থা গ্রহণ করে
৪৭। ‘মোনালিসা’ কী?
ক. ভিডিও কর্ম খ. চিত্র কর্ম গ. অডিও কর্ম ঘ. কোনোটিই নয়
৪৮। নিচের কোনটি সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত বৃদ্ধিবৃত্তিক সম্পদ?
ক. কোম্পানির নাম খ. বাংলাদেশের ইলিশ
গ. সিনেমা ঘ. করোনার টিকা
৪৯। লেখালেখির জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটি?
ক. ওয়ার্ড প্রসেসর খ. টুইটার
গ. হোয়াটসঅ্যাপ ঘ. গুগল
৫০। কোন মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি?
ক. সাধারণ মাধ্যম খ. মানবীয় মাধ্যম
গ. ডিজিটাল মাধ্যম ঘ. জড় মাধ্যম
৫১। শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে কী গঠন করা হয়?
ক. শক্তিশালী পাসওয়ার্ড খ. সংক্ষিপ্ত পাসওয়ার্ড
গ. পাসওয়ার্ড ম্যানেজার ঘ. সিস্টেম ম্যানেজার
৫২। প্ল্যাকার্ড প্রদর্শন কার্যক্রমটি কত মিনিট পর্যন্ত চলবে?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০
৫৩। তথ্যের প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
ক. তথ্য বিশ্লেষক খ. অভিজ্ঞ ব্যক্তি গ. তথ্যদাতা ঘ. প্রযুক্তি বিশেষজ্ঞ
৫৪। নিচের কোনটিতে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?
ক. তথ্য সংরক্ষণ করতে খ. তথ্য বিশ্লেষণ গ. তথ্য মুছে দিতে ঘ. তথ্য তৈরিতে
৫৫। ডিজিটাল যন্ত্র তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক. ডিজিটাল উপাত্ত খ. ডিজিটাল ডেটা গ. ডিজিটাল তথ্য ঘ. ডিজিটাল সার্কিট
৫৬। মাধ্যম কত প্রকার?
ক. ২ খ. ৬ গ. 8 ঘ. ৮
নিচের চিত্রটির আলোকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
৫৭। চিত্রের যন্ত্রটির নাম কী?
ক. হাব খ. রাউটার গ. মডেম ঘ. সুইচ
৫৮। যন্ত্রটি একটি-
i. ডিভাইস
ii. ফিল্ডারিং ডিভাইস
iii. মাইক্রোওয়েভ-এ কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯। ই-মেইল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হবে?
ক. ২ থেকে ১৬ খ. ৪ থেকে ১৬ গ. ৪ থেকে ৩২ ঘ. ১৬ থেকে ৩২
৬০। ই-মেইলের সাথে অন্য ফাইল কীভাবে পাঠানো যায়?
ক. কপি করে খ. এটাচ করে গ পেস্ট করে ঘ ডিলিট করে
নিচের তথ্যের আলোকে ৬১ ও ৬২ প্রশ্নের উত্তর দাও:
অনামিকা টিভি টকশো দেখে জানতে পারল সফটওয়্যার বিনা অনুমতিতে ব্যবহার এক ধরনের অপরাধ। অনুষ্ঠানটি থেকে সে সফটওয়্যার পাইরেসির বিভিন্ন দিক ও এটির নজরদারিক একটি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারল।
৬১। উল্লিখিত ‘সফটওয়্যার’ কোন ধরনের সম্পদ?
ক. বুদ্ধিবৃত্তিক সম্পদ খ. ব্যক্তিবৃত্তিক সম্পদ গ. স্থায়ী সম্পদ ঘ. অস্থায়ী সম্পদ
৬২। সফটওয়্যারটি কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ?
ক. ব্যক্তিকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক সম্পদ খ. বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ
গ. গোপনীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ ঘ. কোনোটিই নয়
৬৩। কারো কোনো জিনিস ব্যবহার করার আগে কী করা উচিত?
ক. পর্যবেক্ষণ খ. প্রতিবেদন গ. অনুমতি ঘ. পর্যালোচনা
৬৪। ভৌগোলিক বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি?
ক. করোনা টিকা খ. জাতীয় পতাকা গ. শিল্প-সাহিত্য ঘ. গবেষণা
৬৫। কোনটিতে আসক্তি ছোট-বড় সকলের জন্য এখন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে?
ক. খেলাধুলা খ. সামাজিক নেটওয়ার্ক গ. মোবাইল ঘ. টেলিভিশন
৬৬। যে কোনো সাইটে লগ-ইন করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. পাসওয়ার্ড খ. প্রোফাইল গ. নাম ঘ. অ্যাকাউন্ট
৬৭। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধগুলো করা হয়?
ক. দুর্নীতি খ. টেন্ডার গ. বোমা হামলা ঘ. সাইবার অপরাধ
৬৮। কিছু কিছু ছোট কাজ ধাপ অনুযায়ী করে বড় কাজ সম্পূর্ণ করার নাম কি?
ক. ফ্লোচার্ট খ. প্রোগ্রামিং গ. অ্যালগরিদম ঘ. কোডিং
৬৯। অ্যালগরিদম বুঝতে সহজ করে কোনটি?
ক. ধাঁধা খ. প্রোগ্রাম গ. ফ্লোচার্ট ঘ. সুডোকোড
৭০। নিজস্ব চিন্তা-বুদ্ধি ও বিবেচনা করার ক্ষমতা কোনটিতে নেই
ক. রোবটের খ. মানুষের গ. পশুপাখির ঘ. প্রাণীর
৭১। কৃত্রিম উপগ্রহ কী?
ক. রোবটের তৈরি যন্ত্র খ. অ্যাভাটার গ. মানুষের তৈরি যন্ত্র ঘ. অ্যাভাটার বাহন
৭২। নেটওয়ার্কের মূল কম্পিউটারকে কী বলে?
ক. সার্ভার খ. হাব গ. রাউটার ঘ. সুইচ
৭৩। এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার কাজে ব্যবহৃত হয় কোনটি?
ক. মডেম খ. হাব গ. রাউটার ঘ. সুইচ
৭৪। ই-মেইল খোলার সাইট কোনটি?
ক. www.google.com খ. www.yahoo.com গ. www.pipilika.com ঘ. www.ask.com
৭৫। ডিজিটাল মাধ্যমে প্রেরিত কোনো বার্তা বা চিঠিকে কী বলে?
ক. ক্ষুদেবার্তা খ. আইপি এড্রেস গ. নেটওয়ার্কিং ঘ. ই-মেইল