ডিজিটাল প্রযুক্তি
অষ্টম শ্রেণি
ক বিভাগ: বহুনির্বাচনী (নৈর্ব্যক্তিক প্রশ্ন) ১ × ১৫ = ১৫
১। মুঠোফোনের নিরাপদ ব্যবহারে নিচের কোনটি করতে হবে?
ক. শক্ত কভার লাগাতে হবে খ. শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে হবে
গ. পিনকোড ব্যবহার করতে হবে ঘ. গ্লাস প্রটেক্টর ব্যবহার করতে হবে।
২। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন পিনকোডটি অধিক শক্তিশালী?
ক. ১১১১১ খ. ৮৫৩৭ গ. ২৪৬৮ ঘ. ১২৩৪
৩। মেটাডেটা কী?
ক. তথ্য সম্পর্কিত আরো তথ্য খ. মিথ্যা তথ্য
গ. জরুরি তথ্য ঘ. দুর্বল তথ্য
৪। “ছবির অধিতথ্য পেতে ছবির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে কোন অপশনে যেতে হবে?
ক. Open With খ. Open গ. Copy as path ঘ. Properties
৫। নাগরিক ও ই-কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কী?
ক. সামাজিক যোগাযোগ প্লাটফর্ম খ. সংবাদপত্র গ. রেডিও ঘ. টিভি
৬। নিচের কোনটি float type ভ্যারিয়েবল?
ক. True খ. ৫ গ. c ঘ. ৯.০৭
৭। মডুলো অপারেটর কোনটি?
ক. + খ. * গ. – ঘ. %
৮। কোন তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে বা রাখতে চাই তবে আমরা কী ব্যবহার করতে পারি?
ক. ডেটাটাইপ খ. স্ট্যাক গ. ভ্যারিয়েবল ঘ. অ্যারে
৯। ভ্যারিয়েবলের সঠিক নামকরণ কোনটি?
ক. 8a খ. variable গ. @My_name ঘ. zlyan
১০। নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশন?
ক. সিমপ্লেক্স খ. সেমি-ডুপ্লেক্স গ. হাফ ডুপ্লেক্স ঘ. ফুল ডুপ্লেক্স
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেছে। পড়ার টেবিলে ডেস্কটপ কম্পিউটারের সাথে তারের মাধ্যমে প্রিন্টার সংযুক্ত করে সে তারজটাল প্রযুক্তি প্রয়োজনীয় কাজ করে। একটি বহুতল ভবনের ৮ম তলায় তারা বাঁস করে। ভবনটির নিচতলায় তাদের একটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। রাস্তার অপর পাশে তাদের ট্রাভেল বিষয়ক একটি ট্রেনিং সেন্টার আছে। অফিস ও ট্রেনিং সেন্টারে কয়েকটি ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এবং একটি স্ক্যানার আছে। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য অফিস ও ট্রেনিং সেন্টারের ডিভাইসগুলো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করেছে।
১১। শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে?
ক. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক খ. লোকাল এরিয়া নেটওয়ার্ক
গ. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক’ ঘ. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
১২। শাওনদের ট্রাভেল এজেন্সিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে?
ক. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক খ. লোকাল এরিয়া নেটওয়ার্ক
গ. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ঘ. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
১৩। প্রতি সেকেন্ডে গড়ে যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে কী বলে?
ক. ডিলে খ. ব্যান্ডউইথ গ. ল্যাটেন্সি ঘ. থুপুট
১৪। নিচের কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে?
ক. মডেম খ. রিপিটার গ. ফায়ারওয়াল ঘ. ব্রিজ
১৫। ইলাস্ট্রেটরে কোন টুলের সাহায্যে যেকোনো স্থানে শেড আনা যায়?
ক. Paintbrush Tool খ. Pen Tool গ. Mesh Tool ঘ. Pencil Tool
১৬. ডিজিটাল ফুটপ্রিন্ট কী?
ক. ডিজিটাল স্বাক্ষর খ. ডিজিটাল মাধ্যমে যোগাযোগ
গ. ডিজিটাল ‘কার্যক্রমের ইতিহাস ঘ. ডিজিটাল প্রিন্টিং ব্যবস্থা
১৭. PIN এর পূর্ণরূপ কী?
ক. Present Identificatin Number খ. Private Identification Number
গ. Personal Identification Number ঘ. Public Identification Number
১৮. নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি?
ক. আইডি হ্যাকিং খ. ফিশিং গ. স্প্যামিং ঘ. অর্থ আত্মসাৎ
১৯. ডিজিটাল তথ্য হলো-
i. ই-মেইল অ্যাড্রেস
ii. মোবাইলের লোকেশনের তথ্য
ii. লিখিত কোনো কন্টেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. নিচের কোনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত?
ক. ফেসবুক ও অ্যামাজন খ. ফেসবুক ও ইনস্টাগ্রাম
২১. কোনো বিষয়কে নাটক বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করাকে কী বলে?
গ. টুইটার ও ওয়ালমার্ট ঘ. অ্যামাজান ও ওয়ালমার্ট
ক. ভূমিকাভিনয় খ. উপস্থাপনা গ. মেধাস্বত্ব ঘ. উদ্যোগ
২২. ডেসিম্যাল পদ্ধতিতে কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয়?
ক. সাতটি খ. দশটি গ. নয়টি ঘ. আটটি
২৩. কম্পাইলার ও ইন্টারপ্রেটার কী ধরনের প্রোগ্রাম?
ক. ত্রুটি শনাক্তকারী খ. ভাষা রূপান্তরকারী গ. ত্রুটি মুক্তকারী ঘ. টাইপ কাস্টিং
২৪. my_variable = 25.09 এখানে কোন ধরনের ডেটাটাইপ ব্যবহৃত হয়েছে?
ক. int খ. float গ. str ঘ. bool
২৫. গাণিতিক অপারেটরের উদাহরণ কোনটি?
ক. $ খ. @ গ. “ ঘ. *
২৬. Windows 11 কী?
ক. ল্যাপটপ খ. স্প্রেডশিট গ. অপারেটিং সিস্টেম ঘ. মোবাইল অ্যাপ্লিকেশন
২৭. নেটওয়ার্ক তৈরির বড় সুবিধা কী?
ক. সংযুক্ত ডিভাইসগুলোর মাঝে রিসোর্স শেয়ার খ. ডিভাইসগুলোকে সক্রিয় করা
গ. ডিভাইসগুলোকে সঠিকভাবে পরিচালনা করা ঘ. সংযুক্ত ডিভাইসগুলোর নিরাপত্তা বৃদ্ধি
২৮. বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্ক যুক্ত করে কী তৈরি করা হয়?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. CAN
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও: নাঈমের মেইল বক্সে একটি অপরিচিত ঠিকানা থেকে ই-মেইল এসেছে। এক্ষেত্রে সন্দেহজনক হওয়ায় সে খুব ভালো করে মেসেজটি পড়ল এবং এতে বানান ও ব্যাকরণগত ত্রুটি খুঁজে পেল।
২৯. অনুচ্ছেদের আলোকে এটি কোন সাইবার অপরাধকে নির্দেশ করে?
ক. সাইবার বুলিং খ. হ্যাকিং গ. ফিশিং ঘ. প্লেজারিজম
৩০. নাঈমের নিরাপদ থাকার উপায় হতে পারে-
i. সন্দেহজনক লিংকে ক্লিক করা
ii. ই-মেইল অ্যাড্রেস যাচাই করা
iii. ওয়েব অ্যাড্রেসের তথ্য যাচাই করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ, গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে কী বলে?
ক. স্প্যামিং খ. সাইবার বুলিং গ. ফিশিং ঘ. হ্যাকিং
৩২. প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, একে কী বলে?
ক. ওয়েব অ্যাড্রেস খ. ওয়েব ম্যাপ গ. ওয়েবপেইজ ঘ. ওয়েব ব্রাউজার
৩৩. মাইক্রোসফট ওয়ার্ড কীসের উদাহরণ?
ক. হার্ডওয়্যার খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার গ. সিস্টেম সফটওয়্যার ঘ. অপারেটিং সিস্টেম
৩৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট নিরাপত্তা প্রদানে ব্যবহৃত হয়-
ক. পিন কোড খ. ভেরিফিকেশন কোড গ. পাসওয়ার্ড ঘ. আইডি নম্বর
৩৫. ডিজিটাল ডিভাইস বা চ্যানেল ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করাকে কী বলে?
ক. আর্থিক লেনদেন খ. ডিজিটাল পেমেন্ট গ. অর্থ বিনিময় ঘ. ক্যাশ পেমেন্ট
৩৬. নিচের কোনটি অনলাইন বেসড গ্রাফিক্স ডিজাইন টুল?
ক. ক্যানভা খ. এডোবি ফটোশপ গ. মাইক্রোসফট ঘ. পিকাসা
৩৭. অবজেক্টকে সরাসরি সিলেক্ট করতে ও স্থানান্তর করতে কোনটি ব্যবহৃত হয়?
ক. Pen Tool খ. Gradient Tool গ. Pencil Tool ঘ. Direct Selection Tool
৩৮. ই-কমার্সের সুবিধা হলো-
i. পণ্য খুঁজে পাওয়া সহজতর
ii. ক্রেতার কাছে পৌঁছানোর নিশ্চয়তা
ii. ঘরে বসে পণ্য বাছাই করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. বাইনারি সংখ্যায় কয়টি ডিজিট ব্যববহৃত হয়?
ক. ২ খ. ১ গ. ৩ ঘ. 8
৪০. পাইথন প্রোগ্রামে প্রধানত কত প্রকার ডেটাটাইপ আছে?
ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5
৪১. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে কোনটি?
ক. রাউটার খ. নেটওয়ার্ক অ্যাডাপ্টার গ. ডিমডুলেটর ঘ. মডুলেটর
৪২. নেটওয়ার্কের দুর্বল সিগন্যালকে সবল করার জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক. রিপিটার খ. অ্যামপ্লিফায়ার গ. হাব ঘ. রাউটার
৪৩. ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে বলে-
ক. আইপি খ. আইএসপি গ. আইজিপি ঘ. আইটিপি
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও: নিশাত তার ব্যবসার প্রচারণা হিসেবে Facebook এবং Instagram ব্যবহার করে তার পণ্যের ছবি, বিবরণ এবং দাম প্রকাশ করে। এর মাধ্যমে সে অনেক গ্রাহকের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়।
৪৪. নিশাত কোন মাধ্যমে তার ব্যবসা প্রচার করেছে?
ক. সামাজিক যোগাযোগ মাধ্যম খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ভিডিও কনফারেন্স ঘ. সংবাদপত্র
৪৫. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিশাত যে সুবিধা পেয়েছে-
i. গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ
ii. ব্যাংকিং সুবিধা
iii. বিজ্ঞাপন বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. তথ্য সম্পর্কিত আরো তথ্যকে কী বলে?
ক. অধিতথ্য খ. ফুল তথ্য গ. তথ্যসূত্র ঘ. রেফারেন্স
৪৭. PIN Code কীসের দ্বারা তৈরি করা হয়?
ক. শুধুমাত্র সংখ্যা খ. অক্ষর, সংখ্যা ও চিক্রের সমন্বয়
গ. অক্ষর ও সংখ্যার মিশ্রণ ঘ. শুধুমাত্র অক্ষর
৪৮. রেফারেন্স বলতে ফোনটিকে বোঝায়?
ক. তথ্য সম্পর্কিত তথ্য খ. তথ্যের মূল উৎস
গ. তথ্যের ধরন ঘ. তথ্যের প্রয়োজনীয়তা
৪৯. নিচের কোনটি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে।
ক. ই-কমার্স সেবা খ. স্থানীয় সরকার গ. অনলাইন সেবা ঘ. নাগরিক সেবা
৫০. পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী কে?
ক. ক্রেতা খ. ভোক্তা গ. গ্রাহক ঘ. বিক্রয়কারী
৫১. গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা ইত্যাদিকে কী বলে?
ক. মেধাস্বত্ব খ. আইনগত ঝুঁকি গ. বুদ্ধিবৃত্তিক সম্পদ ঘ. প্রেক্ষাপট
৫২. নিচের কোন টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয়?
ক. Pen Tool খ. Pencil Tool গ. Selection Tool ঘ. Rectangle Tool
৫৩. কম্পিউটার মানুষের বোধগম্য ভাষাকে কীসে রূপান্তর করে?
ক. ডেসিম্যালে খ. বাইনারিতে গ. হেক্সাডিসেম্যালে ঘ. অক্টালে
৫৪. পাইথনে ডেটা টাইপ বের করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. type খ. time গ. type) ঘ. time()
৫৫. এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করাকে কী বলে?
ক. টাইপ কাস্টিং খ. টাইপ কলিং গ. ডেটা চেঞ্জিং ঘ. ডিবাগিং
৫৬. লজিক গেট হলো-
i. OR পেইট
ii. AND গেইট
iii. NAND গেইট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে কোন মোডে?
ক. হাফ-ডুপ্লেক্স খ. ফুল-ডুপ্লেক্স গ. সেমি-ডুপ্লেক্স ঘ. হাফ-ডুপ্লেক্স
৫৮. ধারণক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি হলে কোন পরিস্থিতি তৈরি হয়?
ক. ল্যাটেন্সি কমে যায় খ. ব্যান্ডউইথ বেড়ে যায়
গ. ডেটা দেরিতে পৌঁছায় ঘ. ডেটা দ্রুত স্থানান্তরিত হয়
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৯ ও ৬০নং প্রশ্নের উত্তর দাও: শিফাত কিছু গাণিতিক অপারেটর ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম পাইথন ভাষায় ডিজাইন করলো।
৫৯. অনুচ্ছেদে উল্লিখিত প্রোগ্রামিং ভাষাটির অনুবাদক প্রাগ্রাম কী?
ক. কম্পাইলার খ. ইন্টারপ্রেটার গ. পার্ল ঘ. জাভা
৬০. শিফাতের প্রোগ্রামটিতে ব্যবহৃত হয়েছে-
i. আউটপুট ফাংশন print()
ii. মডুলাস অপারেটর
iii. ভ্যারিয়েবল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. কোন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফিশিং করা হয়?
ক. বক্তৃতা খ. ই-মেইল
গ. চিঠি ঘ. সামাজিক যোগাযোগ মাধ্যম
৬২. মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ডিজিটাল লিটারেসি কোর্স করতে পারে কোন মাধ্যমে?
ক. কিশোর বাতায়ন ওয়েবসাইটে খ. শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে
গ. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঘ. কিশোর কণ্ঠ ওয়েবসাইটে
৬৩. ডিজিটাল লিটারেসি এর বাংলা কী?
ক. ডিজিটাল সাহিত্য খ. ডিজিটাল নিরাপত্তা
গ. ডিজিটাল সাক্ষরতা ঘ. ডিজিটাল নিয়ম নীতি
৬৪. নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কী বলা হয়?
ক. প্রেক্ষাপট খ. লক্ষ্যদল গ. TVC ঘ. ভোক্তা
৬৫. কোনো এলাকা বা দেশের নির্দিষ্ট মানুষের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপকে কী বলে?
ক. উদ্যোগ খ. প্রেক্ষাপট গ. সেবা প্রদান ঘ. পরিকল্পনা
৬৬. লজিক্যাল নট (Logical NOT) কে নিম্নের কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
ক. – খ. গ. | ঘ. _
৬৭. নিচের কোনটির আউটপুট তার ইনপুটের বিপরীত হয়?
ক. লজিক্যাল অর খ. লজিক্যাল নট গ. লজিক্যাল এন্ড ঘ. লজিক গেইট
৬৮. কম্পিউটারের ভাষায় বাইনারি কোডকে কী বলে?
ক. মেশিন কোড খ. প্রোগ্রামিং কোড গ. লজিক কোড ঘ. বিট
৬৯. ডেটা ইনপুট দেয়ার ফাংশন হলো-
ক. Print() খ. input) গ. output() ঘ. int)
৭০. একটি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে গড়ে সর্বোচ্চ যত বিট ডেটা চলাচল করতে পারে তাকে কী বলে?
ক. ব্যান্ডউইথ খ. ল্যাটেন্সি গ. কনজেশন ঘ. থুপুট
৭১. নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহূত হয় কোনটা?
ক. হাব খ. মডেম গ. ফায়ারওয়াল ঘ. ইন্টারফেস কন্ট্রোল
৭২. ওয়্যারলেস রাউটারের কোন অংশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী থেকে আসা তার সংযুক্ত হয়?
ক. এনআইসি কার্ডে খ. WAN পোর্টে গ. PAN পোর্টে ঘ. LAN পোর্টে
৭৩. ফাইবার অপটিকের অংশ হলো-
i. কোর
ii. জ্যাকেট
ii. সুইচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও: সাদিক মোবাইল ফোনের মাধ্যমে এক বন্ধুর সাথে কথোপকথনের সময় দেখলো রাস্তায় দুইজন ট্রাফিক পুলিশ ওয়াকিটকিতে কথা বলছে।
৭৪. সাদিকের যোগাযোগ ব্যবস্থাটি কোন মোডের?
ক. হাফ-ডুপ্লেক্স খ. ফুল-ডুপ্লেক্স গ. সিমপ্লেক্স ঘ. থুপুট
৭৫. অনুচ্ছেদে বর্ণিত ট্রাফিক পুলিশের ডিভাইসটির বৈশিষ্ট্য হলো-
i. উভয় দিকে ডেটা চলাচল করতে পারে
ii. একই সময়ে উভয় দিকে ডেটা চলাচচল করতে পারে না
iii. একই সময়ে উভয় দিকে ডেটা চলাচল করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii