সপ্তম শ্রেণি
ডিজিটাল প্রযুক্তি
ক বিভাগ: বহুনির্বাচনী (নৈর্ব্যক্তিক প্রশ্ন) ১ × ১৫ = ১৫
১. মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে?
ক. অর্থনৈতিক সম্পদ খ. খনিজ সম্পদ গ. বুদ্ধিবৃত্তিক সম্পদ ঘ. প্রাকৃতিক সম্পদ
২. একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে কীভাবে পৃথক করা যায়?
ক. স্বতন্ত্র লোগো খ. একই রং গ. একই নাম ঘ. একই ধরনের মোড়ক
৩. নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি?
ক. বিনামূল্যে সেবা প্রদান খ. সেবা প্রাপ্তি সহজ করা
গ. সরকারের আয় বৃদ্ধি করা ঘ. ই-কমার্সের প্রসার ঘটানো
৪. ই-কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন?
ক. ক্রেতা ও বিক্রেতার ব্যাংক এ্যকাউন্ট খ. ক্রেতার ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা
গ. বিক্রেতার ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা ঘ. ক্রেতা-বিক্রেতা উভয়ের ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস সেহেলী একজন চাকরিজীবী। চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ। ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন। আজ অফিসে বিষয়টি মনে হওয়ায় তিনি ইন্টারনেট ব্যবহার করে তাঁর মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন।
৫. মিসেস সেহেলী কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন?
ক. নন-ডিজিটাল মাধ্যম খ. সামাজিক যোগাযোগ মাধ্যম
গ. ডিজিটাল মাধ্যম ঘ. সিটিজেন চার্টার
৬. মিসেস সেহেলীর ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কী ধরনের প্রভাব ফেলে?
ক. যোগাযোগ বৃদ্ধি করে খ. সময় ও অর্থ সাশ্রয় করে
গ. যোগাযোগ প্রযুক্তি আন বৃদ্ধি করে ঘ) পর নির্ভরশীল করে
৭. ই-মেইল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে?
ক. Draft খ. Junk গ. Spam ঘ. Compose
৮. ই-মেইলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে?
ক. Insert খ. Subject গ. Body ঘ. CC
৯. কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
ক. পাইথন খ. পার্ল গ. স্ক্যাচ ঘ. পিএইচপি
১০. নিচের কোনটি ই-কমার্স সেবার বৈশিষ্ট্য নয়?
ক. ডিজিটাল মাধ্যম ব্যবহার করা খ. দ্রুত সেবা পাওয়া
গ. অর্থ সাশ্রয়ী প্রক্রিয়া ঘ. ব্যয়বহুল প্রক্রিয়া
১১. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কী করব?
ক. ফোন করব খ. এসএমএস করব
গ. আবেদনপত্র লিখব ঘ. চিঠি লিখব
১২. কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ?
ক. ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন খ. বন্ধুর সঙ্গে যোগাযোগ
গ. ভাইয়ের সঙ্গে যোগাযোগ ঘ. কাছের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ
১৩. ই-মেইল পাঠাতে ‘To’ ঘরে কী লিখতে হয়?
ক. প্রাপকের ঠিকানা খ. প্রেরকের ঠিকানা গ. মেইলের বিষয় ঘ. ডকুমেন্ট সংযোজন
১৪. নিচের কোনটি দ্বারা প্রসেস বুঝায়?
১৫. যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করবে তাই গতিধারা নির্দেশ করা হয় তাকে কী বলে?
ক. অ্যালগরিদম খ. ফ্লোচার্ট গ. ইন্টারপ্রেটর ঘ. কম্পাইলার
১৬. “মৈমনসিংহ গীতিকা” কী?
ক. রচনাগ্রন্থ খ. সংকলনগ্রন্থ গ. ব্যাখ্যাগ্রন্থ ঘ. প্রকল্পগ্রন্থ
১৭. কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ এর ব্যবহারকারীর জন্য স্বত্বাধিকারী কী তৈরি করবেন?
ক. আচরণ-বিধি খ. শৃঙ্খলা-বিধি গ. নীতিমালা ঘ. ব্যবহার কৌশল
১৮. পাইরেসি কী?
ক. কপিরাইট বিঘ্নিত করা খ. কপিরাইট সংরক্ষণ করা
গ. কপিরাইট পরিবর্তন করা ঘ. কপিরাইট প্রভাবিত করা
১৯. সৃজনশীল কাজ কপি করা যায় কোন ক্ষেত্রে?
ক. লেখাপড়া খ. গল্প গ. উপন্যাস ঘ. কবিতা
২০. যন্ত্র নিচের কোনটি বুঝতে পারে?
ক. ০ ও ১ খ. A ওB গ. ৫ও ৬ ঘ. X ও Y
২১. প্রোগ্রামিং ভাষা হলো-
i. সি ii. পাইথন iii. জাভা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?
ক. ৯০° খ. ২৭০° গ. ১৮০° ঘ. ৩৬০°
২৩. কীসের মাধ্যমে সকল পণ্য বেচাকেনা করা যাচ্ছে?
ক. বাণিজ্য মেলা খ. ই-কমার্স গ. ই-পর্চা ঘ. ই-এমটিএস
২৪. দ্রুত ই-কমার্সের মূল্য পরিশোধের সুযোগ থাকে কোনটির মাধ্যমে?
ক. স্মার্টফোন খ. ই-মেইল গ. ক্রেডিট কার্ড ঘ. ই-সার্ভিস
২৫. কোন উপাদানটি Global village-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন গ. সংবাদপত্র ঘ. মোবাইল
২৬. নিচের কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ?
ক. শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ খ. বাবা-মায়ের সাথে যোগাযোগ
গ. কাছের আত্নীয়সের সাথে যোগাযোগ ঘ. বন্ধুদের সাথে যোগাযোগ
২৭. আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম কোনটি?
ক. ই-মেইল খ. দরখাস্ত গ. চিঠি ঘ. ক ও গ উভয়ই
২৮. কেউ যদি আমাদের মেইল পাঠায় তাহলে তা কোথায় জমা হয়?
ক. Sent box খ. Inbox গ. Draft ঘ. Junk/Spam
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
উদ্যোক্তা নাদিম সাবান প্রস্তুতির জন্য একটি কারখানার জায়গা নির্বাচন করল। উৎপাদন শুরু করার পর সে সিদ্ধান্ত নিল তার কোম্পানির নাম এবং লোগো যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে।
২৯. নাদিমের সর্বপ্রথম করণীয় কোনটি?
ক. কোম্পানি বন্ধ করে দেওয়া খ. কপিরাইটের আবেদন করা
গ. কোম্পানির নাম ট্রেডমার্ক করিয়ে নেওয়া ঘ. উৎপাদন চালিয়ে যাওয়া
৩০. নাদিমের নিষ্প্রান্ত বাস্তবায়নে কোন সংস্থার তৈরি করা নিয়ম ব্যবহার করতে পারে?
ক. WTO খ. WHO গ. UNICEP ঘ. UN
৩১. কোন শিল্প ও সাহিত্যকর্ম কখন বুদ্ধিবৃত্তিক সম্পদে রূপান্তর হয়?
ক. যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ হলে খ. নিজের কাছে গোপন রাখলে
গ. নিজে প্রকাশ করলে ঘ. কাউকে ব্যবহার করতে দিলে
৩২. কপিরাইট আইনের লক্ষ্য কী?
ক. সঠিক অর্থ প্রদান করা খ. পাইরেসি রোধ করা
গ. সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা ঘ. উৎসাহিত করা
৩৩. সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি আইনকে কী বলে?
ক. Imdeminity আইন খ. Copyright আইন
গ. ভোজ্য অধিকার সংরক্ষণ আইন ঘ. তথ্য সংরক্ষণ আইন
৩৪. বর্তমানে আমরা কীভাবে টাকা-পয়সা লেনদেন করি?
ক. মানি অর্ডার করে খ. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে
গ. ডাকযোগে ঘ. কোনোটিই নয়
৩৫. বর্তমানে বিপজ্জন কাজে কোনটি ব্যবহৃত হচ্ছে?
ক. অ্যাভাটার খ. ক্যাপসা গ. রোবট ঘ. হার্ডওয়্যার
৩৬. ফ্লোচার্ট শুরু ও শেষ করতে কোন চিত্রটি ব্যবহৃত হয়?
৩৭. সরকারি বেসরকারি পর্যায়ে সেবা প্রদানের আধুনিক রূপ কী?
ক. ই-কমার্স খ. ই-সার্ভিস গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-মেইল
৩৮. ই-সেবার সুবিধা হলো-
i. স্বল্প সময়ে সেবার নিশ্চয়তা
ii. হয়রানিমুক্ত সেবার নিশ্চয়তা
iii. স্বল্প খরচে সেবার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ব্যর্তমানে টাকা তোলার ক্ষেত্রে কোন প্রযুক্তির ব্যবহার বেশি?
ক. মোবাইল ফোন খ. কম্পিউটার গ. রেডিও ঘ. ই-ব্যাংকিং
৪০. ই-কমার্সের অন্তর্ভুক্ত কোনটি?
ক. ব্যবসায়-বাণিজ্য খ. শিল্প গ. চিকিৎসা ঘ. কৃষি
৪১. অনানুষ্ঠানিক যোগাযোগ কোনটি?
ক. পুলিশের সঙ্গে যোগাযোগ খ. শিক্ষকের সঙ্গে যোগাযোগ
গ. বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ঘ. বন্ধুর সঙ্গে যোগাযোগ
৪২. আনুষ্ঠানিক যোগাযোগ হয় কার সঙ্গে?
ক. মা-বাবা খ. ভাই-বোন গ. শিক্ষক ঘ. বন্ধু-বান্ধব
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও: অপরিচিত শহরে এসে মাহিনের রাস্তাঘাট ও বিভিন্ন দর্শনীয় জায়গা চেনা কষ্টকর হয়ে পড়েছে। সে মোবাইল ফোনের একটি অ্যাপ ব্যবহার করে তার কোনো গন্তব্যে যেতে তার অনেক সুবিধা হয়েছে।
৪৩. মাহিন কোন অ্যাপটি ব্যবহার করছে?
ক. ফেসবুক খ. ম্যাপ গ. সার্ভিস ঘ. নিট
৪৪. অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মাহিন সুবিধা পেয়েছে-
i. অবস্থান ও গন্তব্যের মাঝের দূরত্ব
ii. রাস্তার কতটুকু যানজট আছে।
iii. কোন যানবাহনে যেতে কত সময় লাগবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. নিচের কোনটি ক্লিক করে আমরা ই-মেইল লেখা শুরু করব?
ক. Open খ. New/compose গ. Close ঘ. Exit
৪৬ বৃদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিকীকরণ করার জন্য কী প্রয়োজন?
ক. ট্রেডমার্ক খ. জন্ম নিবন্ধন গ. আইডি কার্ড ঘ. সম্মতিপত্র
৪৭. কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধাটি পায়?
ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার খ. মূল্য পাবার অধিকার
গ. পরিমার্জন করার অধিকার ঘ. কপি করার অধিকার
৪৮. কপিরাইট আইনের আওতাধীন ব্যক্তি-
i. লেখক
ii. শিল্পী
iii. প্রোগ্রামার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. কীভাবে সৃজনশীল কর্মের নকল রোধ করা যায়?
ক. কপিলেফট আইন প্রয়োগ করে খ. মুক্ত দর্শন প্রতিষ্ঠা করে
গ. কর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স নিয়ে ঘ. সৃজনী সাধারণ ব্যবস্থা গ্রহণ করে
৫০. নিচের কোনটি অনলাইন মিটিং সফটওয়্যার?
ক. জুম খ. ম্যাপ সফটওয়্যার গ. বুকিং সফটওয়্যার ঘ. ম্যাসেজ অ্যাপ
৫১. নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা?
ক. সি খ. ইংরেজি গ. উর্দু ঘ. ফারসি
৫২. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
ক. রোবটিক্স খ. ন্যানোটেকনোলজি গ. ভার্চুয়াল রিয়েলিটি ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তা
৫৩. নিচের কোনটি নাগরিক সেবা?
ক. উপবৃত্তি খ. জন্ম সনদ গ. বয়স্ক ভাতা ঘ. সবগুলোই
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫নং প্রশ্নের উত্তর দাও:
কাজের ব্যস্ততার মাঝে শামীম সাহেব তার বাসার বিদ্যুৎ বিল প্রাচ্য পরিশোধের জন্য ব্যাংকে যাওয়ার সময় হয় না। কিন্তু অফিসের এক সহকর্মীর পরামর্শে ঘরে বসে তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলেন।
৫৪. শামীম সাহেব কোন মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করলেন?
ক. নন-ডিজিটাল মাধ্যম খ. সামাজিক যোগাযোগ মাধ্যম গ. ডিজিটাল মাধ্যম ঘ. সিটিজেন চার্টার
৫৫. শামীম সাহেবের ব্যবস্তুত মাধ্যমটি যোগাযোগ বৃদ্ধি করে ব্যক্তিজীবনে কী ধরনের প্রভাব ফেলে?
ক. যোগাযোগ বৃদ্ধি করে খ. সময় ও অর্থ সাশ্রয় করে
গ. যোগাযোগ প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করে ঘ. পর নির্ভরশীল করে
৫৬. টিকেট কাটা, ডাক্তারের সেবা গ্রহণ, টাকা পাঠানো কোন ধরনের সেবা?
ক. নাগরিক সেবা খ. বই-কমার্স গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-লার্নিং
৫৭. COD এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Cash off Delivery খ. Cash on Directory গ. Cash on Delivery ঘ. Cature on Delivery
৫৮. সাধারণত বিদ্যালয়ের শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করি কিসের মাধ্যমে?
ক. ই-মেইল খ. দরখাস্ত গ. মেসেজ ঘ. কোনোটিই নয়
৫৯. ই-মেইলের সুবিধা হলো-
i. দ্রুত যোগাযোগ করা যায়
ii. কম খরচে যোগাযোগ করা যায়
iii. কম সময়ে যোগাযোগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. নিচের কোনটি ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান?
ক. ইউটিউব খ. ফেসবুক গ. আউটলুক ঘ. টুইটার
৬১. বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষার্থে আমাদের কী করা উচিত?
ক. ট্রেডমার্ক করা খ. গোপন রাখা
গ. বাজারজাত করা ঘ. কম দামে বিক্রি করা
৬২. বাণিজ্যিক কোনো বৃদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তাদের কী মেনে চলতে হবে?।
ক. আচরণ-বিধি খ. নীতিমালা গ. নিয়ম-শৃঙ্খলা ঘ. কোম্পানি আইন
৬৩. কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত?
ক. প্রকাশকের খ. সৃষ্টিকর্মের মালিকের গ. পাঠকের ঘ. রাষ্ট্রের
৬৪. কম্পিউটারের বোধগম্য ভাষা কোনটি?
ক. ডেসিমেল খ. অক্টাল গ. বাইনারি ঘ. হেক্সাডেসিমেল
৬৫. রোবটিক্স কী?
ক. রোবট বিজ্ঞান খ. রোবটের ক্রিয়ানীতি
গ. শিল্পে ব্যবহৃত রোবট ঘ. রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা
৬৬. নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে?
ক. ভিনগ্রহবাসী খ. কৃত্রিম যন্ত্র গ. যন্ত্রমানব ঘ. উন্নততর জীব
৬৭. মোবাইল টিকেটিং, রেলওয়ে ই-টিকেটিং কোন সেবার অন্তর্ভুক্ত?
ক. ই-লার্নিং খ. ই-গভর্ন্যান্স গ. ই-সেবা ঘ. ই-কমার্স
৬৮. ই-কমার্সের সুবিধা কোনটি?
ক. বিজ্ঞাপন ও বিপণন খ. আইন প্রণয়ন ও প্রয়োগ
গ. লেনদেনের নিরাপত্তা ঘ. পণ্যের গুণগত মান যাচাই
৬৯. অনলাইনে পণ্য কেনা-বেচা করার জন্য কোনটি প্রয়োজন?
ক. অর্থ-সম্পদ খ. ওয়েবসাইট গ. নেটওয়ার্ক ঘ. যোগাযোগ
৭০. ই-পর্চা কোন ধরনের সেবা?
ক. এক ধরনের নাগরিক সেবা খ. মোবাইল সেবা
গ. স্বাস্থ্যসেবা ঘ. আয়কর সেবা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
করিমের বন্ধু শাহেদ জাপান থেকে ইন্টারনেট ব্যবহার করে একটি ই- মেইল বার্তা প্রেরণ করল। তার কাছে প্রেরিত বার্তাটি একটি কম্পিউটারের দোকান থেকে কাগজের কপি প্রিন্ট আকারে বের করল।
৭১. করিমের ই-মেইলটি প্রিন্ট করার জন্য নির্দেশিত কমান্ড কোনটি?
ক. Open+Sent + Print খ. Open+ Copy + Print
গ. Open+ Download + Print ঘ. Open+ Past + Print
৭২. করিমের ই-মেইলটি সহজে প্রিন্ট করার উপায় হলো-
i. উচ্চ গতির ইন্টারনেট
ii. ফিচার ফোন ব্যবহার করা
iii. প্রাপক ও প্রেরকের ইন্টারনেট লাইনে সংযুক্ত থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. নিচের কোনটি এনালগ মাধ্যম?
ক. ই-মেইল খ. চিঠি গ. ভিডিও কল ঘ. ব্লগ
৭৪. একটি মেইল লেখার মাঝপথে বন্ধ করে দিলে সেটে কোথায় জমা হয়?
ক. Draft box খ. Inbox গ. Sent box ঘ. Subject
৭৫. সাধারণত বেশি কথা বা অনুভূতি প্রকাশ করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ইমোজি খ. শব্দ গ. ভিডিও ঘ. টেক্সট